গড়বেতা ৩: জমি বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে মারধোরের ঘটনায় নাম জড়ালো তৃনমূলের উপপ্রধানের,চাঞ্চল্য রসকুণ্ডুতে
জমি বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে মারধোরের ঘটনায় নাম জড়ালো তৃণমূলের উপপ্রধানের,ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে রসকুণ্ডু অঞ্চলের পড়াশোল এলাকায়।বিশেষ সূত্রে জানা গিয়েছে শনিবার জমি নিয়ে দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনা সামনে আসে,দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে লাঠি নিয়ে চড়াও হয়,ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে,যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা,এই ঘটনায় নাম জড়ায় রসকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান সঞ্জয় সর্দারের।