কোচবিহার ২: SIRনিয়ে জনসাধারণের মধ্যে প্যানিক সৃষ্টি করছে বিজেপি, প্রতিবাদে পাতলাখাওয়ায় মিছিল তৃণমূলের, উপস্থিত জেলা সভাপতি
SIRনিয়ে জনসাধারণের মধ্যে প্যানিক সৃষ্টি করছে বিজেপি, প্রতিবাদে পাতলাখাওয়ায় মিছিল তৃণমূলের। উল্লেখ্য এ রাজ্যে ইতিমধ্যে শুরু হয়েছে SIR প্রক্রিয়া।এই SIR এর আতঙ্কে ইতিমধ্যে গোটা রাজ্যের জুড়ে আত্মঘাতী হয়েছে বেশ কয়েকজন। SIRনিয়ে জনসাধারণের মধ্যে বিজেপি একটা প্যানিক তৈরি করছে অভিযোগ তুলে শনিবার প্রতিবাদ মিছিলের শামিল হল তৃণমূল কংগ্রেস। এদিন কোচবিহার 2নং ব্লকের অন্তর্গত পাতলা খাওয়া এলাকায় এই মিছিলের নেতৃত্ব দেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।