সারেঙ্গা: সারেঙ্গা থানার উদ্যোগে পুলিশ দিবস উপলক্ষে প্ল্যাকার্ড হাতে একটি পথ নিরাপত্তা রেলী করা হল
পুলিশ দিবস উপলক্ষে সারেঙ্গা থানার উদ্যোগে পথ নিরাপত্তা একটি রেলি করা হল।এই দিন পুলিশ কর্মীরা পথ নিরাপত্তা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে মানুষ দের সচেতন করেন।উপস্থিত ছিলেন বিভিন্ন আদিবাসী সম্প্রদায় মানুষের।