মেদিনীপুর: মেদিনীপুর জেলা ব্লাড ডোনার্স ফোরামের কর্মী সম্মেলনে সমাজকে উদ্বুদ্ধ করার বার্তা বিধায়ক সুজয় হাজরার
মেদিনীপুর জেলা ভলেন্টারী ব্লাড ডোনার্স ফোরাম এর জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল আজ রবিবার বিকেল প্রায় সাড়ে চারটে নাগাদ. মেদিনীপুর কলেজে এদিন আয়োজন হয় এই সম্মেলনের. এদিন বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজিরা সহ অন্যান্য বিশিষ্টজনেরা. অনুষ্ঠানের মঞ্চে যুব সমাজকে সমাজ কল্যাণে উদ্বুদ্ধ হওয়ার বার্তা দেন বিধায়ক.