তেহট্ট ১: গলায় দড়ি দিয়ে মৃত্যু হল,তেহট্ট নতুন পাড়ার এক বৃদ্ধর
সোমবার দুপুর আনুমানিক ১২ টা ৩০ মিনিটের সময় তেহট্ট নতুন পাড়ার বাসিন্দা তথা বৃদ্ধ ভক্ত প্রামাণিককে দেখতে না পেয়ে প্রতিবেশীরা তার বাড়িতে খোঁজ নিতে গেলে দেখেন,ঘরে তালা বন্ধ অবস্থায় ভেতরে ভক্ত প্রামানিক গলায় দড়ি দিয়েছেন,খবর দেওয়া হয তেহট্ট থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় তেহট্ট থানার পুলিশ।