ওন্দা: আইসিডিএসসি সেন্টারে গর্ভবতী মায়েদের ও শিশুদের খাবার দেওয়া বন্ধ কেন্দ্র করে শুরু রাজনৈতিক তরজা বক্তব্য ওন্দা বিধায়ক
Onda, Bankura | Nov 8, 2025 মুখ্যমন্ত্রী পুষ্টি প্রকল্পে ধাক্কা। সরকারের গাফিলতির কারণে বহু জায়গায় আইসিডিএসসি সেন্টারে গর্ভবতী মায়েদের ও শিশুদের খাবার দেওয়া বন্ধ আছে। এমন ই মন্তব্য করেন ওন্দা বিজেপি বিধায়ক। গত কাল শাসক দলের এক নেতার সভা মঞ্চে থেকে দেওয়া বক্তব্য কে মিথ্যাচার বলে আখ্যা করেন বিজেপি বিধায়ক। আই সি ডি এস সি সেন্টারে খাবার দেওয়া বন্ধ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।