আলিপুরদুয়ার ১: জয়ন্তীতে সেলফি পয়েন্ট ভাঙায় আলিপুদুয়ারে বন দপ্তরের অফিসে বিক্ষোভ তৃণমূলের,বড় আন্দোলনের হুশিয়ারি
বক্সা টাইগার রিজার্ভের জয়ন্তী গ্রামে সেলফি পয়েন্ট ভাঙ্গা নিয়ে শোরগোল পরে গিয়েছে।এই নিয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আলিপুরদুয়ার শহরে বক্সা টাইগার রিজার্ভের DFD অফিসের বাইরে বিক্ষোভও দেখায় রাজাভাতখাওয়া এলাকার তৃণমূল নেতা কর্মীরা।অভিযোগ বুধবার জয়ন্তী থেকে সেলফি পয়েন্ট এর বিভিন্ন সামগ্রী খুলেও আনা হয়।