নবদ্বীপ: মায়াপুর ইদ্রাকপুরে পুজো মণ্ডপে নাচানাচিকে কেন্দ্র করে ২পক্ষের মধ্যে মারামারি,ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তি
Nabadwip, Nadia | Nov 18, 2025 সূত্রের খবর সোমবার থেকে থেকে শুরু হয়েছে ইদ্রাকপুর গ্রামে কার্তিক পুজোর আরাধনা,জানা যায়,প্রশাসনের পক্ষ থেকে বাদ্যযন্ত্র সহকারে নবমী পালনে বারণ থাকা সত্ত্বেও সোমবার রাতে মহিষমর্দিনী বারোয়ারি কমিটির সদস্যরা ছোট গঙ্গা মাতা পুজো মন্ডপে এসে নাচানাচি করতে থাকলে বাধাপ্রাপ্ত হয়,অভিযোগ এই সময় মহিষমর্দিনী বারোয়ারী কমিটির সদস্যরা ছোট গঙ্গা পুজো কমিটির সদস্যদের মারধর করতে থাকলে ছেলে সহ অন্যান্যদের বাঁচাতে গেলে পলাশ ঘোষ নামক ব্যক্তিকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে।