সামসির মতিগঞ্জে কুশরাক্ষা ব্রিজের উপর মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল এক ছাত্র। মৃতের নাম সেখ ইসমাইল (১৯)। বাবা সেখ কেতাবুর, বাড়ি বাহারাল। দুই বন্ধুকে নিয়ে সামসি যাওয়ার পথে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ইসমাইলের। গুরুতর আহত হয় তার বন্ধু। প্রথমে সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে তাকে মালদা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। রতুয়া উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র ইসমাইলের অকালমৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া।