প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তায় কেন চিপস বোঝাই বড় বড় লরি ঢুকবে সেই নিয়েই বুধবার বেলা ১১ টা নাগাদ চিপস বোঝায় লরি আটকে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। ডেবরার মাধপুর এলাকার ঘটনা। ব্যক্তিগত কাজে চিপস বোঝায় লরি কেন ঢুকবে ওই রাস্তায়, প্রশাসনের অনুমতি না নিয়েই কেন এ রাস্তায় ঢুকেছে লরি, সেই নিয়েই খুব এলাকাবাসীর।