সন্দেশখালি ১: গৃহবধুর উপর শারীরিক ও মানসিক অত্যাচারের ঘটনায় কুড়েখালি এলাকা থেকে এক যুবককে করলো ন্যাজাট থানার পুলিশ
গৃহবধুর উপর শারীরিক ও মানসিক অত্যাচারের ঘটনায় কুড়েখালি এলাকা থেকে এক যুবককে রবিবার রাত্রি আটটা নাগাদ আটক করলো ন্যাজাট থানার পুলিশ ন্যাজাট থানার অন্তর্গত কুড়েখালি এলাকায় পরকীয়ার সন্দেহে গত বুধবার এক গৃহবধূকে ব্যাপক মারধর করে তার স্বামী। ওই গৃহবধূ কোন রকমের প্রতিবেশীদের সাহায্য নিয়ে বাপের বাড়ি এলাকায় চলে যায়। তারপর চিকিৎসা করিয়ে বাপের বাড়ি লোকেদের সাহায্য নিয়ে শনিবার ন্যাজাট থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানায়।। সেই অভিযোগের ভিত্তিতে ওই এলাকা