পুরুলিয়া ১ নম্বর ব্লকের অন্তর্গত টামনা মোড় ও রামপুর গ্রামে । আজকের এই উন্নয়নের সংলাপ কর্মসূচির আগে মন্দিরে পূজো দিয়ে আজকের কর্মসূচি শুরু করেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। নিবেদিতা মাহাতো জানান প্রত্যেকটা শুভ কাজের আগে মন্দিরে পূজো দিয়ে কর্মসূচি শুরু করা শুভ লক্ষণ। রামপুর গ্রামে গিয়ে তিনি বয়স্ক মানুষদের সাথে দেখা করেন এবং কথা বলার এবং বয়স্ক বৃদ্ধ মানুষদের তিনি সংবর্ধনা জানান।