কুমারগ্রাম: নিউল্যান্ডস চা-বাগানে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন দক্ষিণ কামাখ্যাগুড়ির BJP নেতা রবি রায়
তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কামাখ্যাগুড়ি এলাকার বিজেপি নেতা রবি রায়। রবিবার সকাল ১১টা নাগাদ তৃণমূলের তরফে এই খবর জানানো হয়েছে। কুমারগ্রাম ব্লকের নিউল্যান্ডস চা-বাগানে তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবড়াইক রবি রায়ের হাতে দলের পতাকা তুলে দেন। প্রকাশ চিকবড়াইক ছাড়াও উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি'র আলিপুরদুয়ার জেলা সভাপতি বিনোদ মিঞ্জ সহ অন্যরা।