রায়গঞ্জ: স্বামী ভিন রাজ্যে, মাস ছয়েকের বিবাহিত তরুনী স্ত্রীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস্য বাড়ছে অনন্তপুরে, তদন্তে পুলিশ
স্বামী ভিন রাজ্যে, মাস ছয়েকের বিবাহিত তরুনী স্ত্রীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস্য বাড়ছে অনন্তপুরে, তদন্তে পুলিশ। সোমবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। মৃতার নাম রোজেফা খাতুন, বয়েস আনুমানিক ২১ বছর, শ্বশুরবাড়ি রায়গঞ্জের অনন্তপুরে। তরুনীর বাপের বাড়ির লোকেরা জানিয়েছেন রবিবার সকালে তারা খবর পান বোনের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। তারা ঘটনাস্থলে যান। তরুনীর মৃত্যু নিয়ে তাদের সন্দেহ আছে।