রায়গঞ্জ: ছয় দফা দাবিতে রায়গঞ্জে আশা কর্মীদের প্রতীকী বিক্ষোভ, ঘরিমোরে পথ অবরোধে তীব্র যানজট,পুলিশি হস্তক্ষেপে আন্দোলন ওঠে
ছয় দফা দাবি নিয়ে রায়গঞ্জ শহরের ঘরিমোর এলাকায় প্রতীকী বিক্ষোভ ও পথ অবরোধে সামিল হলেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সদস্যরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আশা কর্মীরা এদিন মিছিল করে ঘরিমোরে জমায়েত হন। বেতন-ভাতা বৃদ্ধি সহ ছয় দফা দাবির বিষয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়ার কথা জানান ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমতারা খাতুন। পথ অবরোধে এলাকায় তীব্র যানজট তৈরি হলেও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়।