চাঁচল ২: আরোগ্য নার্সিংহোমের মানবিক উদ্যোগ; নিখরচায় বন্ধ্যাত্ব চিকিৎসা, ভিড়ে উপচে পড়ল রোগীরা
চাঁচল আশাপুর রাজ্য সড়কের দোসরকি ব্রিজের কাছে অবস্থিত আরোগ্য নার্সিংহোম এবার এক অনন্য মানবিক উদ্যোগ নেওয়া হল। যেসব দম্পতি বহুদিন ধরে সন্তানের মুখ দেখার আশায় বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য ছুটে বেড়াচ্ছেন, তাদের জন্য এখানে নিখরচায় বন্ধ্যাত্ব চিকিৎসার বিশেষ পরিষেবা দেওয়া হল। রবিবার সকাল থেকেই ভিড় উপচে পড়ে নার্সিংহোম প্রাঙ্গণে। চাঁচল মহকুমার প্রায় দুই শতাধিক রোগী এসে এই পরিষেবা নেন এদিন। চিকিৎসা দিয়েছেন কলকাতা ও স্থানীয় অভিজ্ঞ গাইনি বিশেষজ্ঞ ডাঃ মজফ্ফর হোসেন, ডাঃ