পাড়া: পাড়া ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র বা SWM প্রোজেক্ট পরিদর্শনে এলেন জেলা আধিকারিকরা
Para, Purulia | Dec 3, 2025 পাড়া ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র বা SWM প্রোজেক্ট পরিদর্শনে এলেন জেলা সোস্যাল অডিটের ডিএনও আব্রিতা চ্যাটার্জ। বুধবার বেলা ১১ টা থেকে তিনি ব্লকের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নিয়ে পাড়া ব্লকের পাড়া,দুবড়া, জে জে ১,আনাড়া, ভাঁউরিডি, উদয়পুর গ্রাম পঞ্চায়েতের SWM প্রোজেক্ট পরিদর্শন করেন ও সমস্ত বিষয় গুলি খতিয়ে দেখেন।