ইলামবাজার: ইলামবাজারের বুথ নম্বর ১২৭ সুখবাজার BLO রা BLA কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার নাম সংশোধন করার ফর্ম দিচ্ছেন
ইলামবাজারের বুথ নং ১২৭ সুখবাজার BLO রা BLA কর্মীরা সাধারণ মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার নাম সংশোধন করার ফরম দিচ্ছেন এবং কিভাবে ফিলাপ করতে হবে তার সুপরামর্শ দেওয়া হচ্ছে বেলা ২টো নাগাদ।এবং পূর্ণ ফিলাপ করা ফরম গুলি কবে আবার পুনঃরায় বাড়ি বাড়ি গিয়ে নিয়ে আসা হবে তারই এক সঠিক বার্তা কর্মীদের পক্ষ থেকে সাধারণ মানুষদের সামনে তুলে ধরা হয়।