ধূপগুড়ি: উত্তর ধুমপাড়াতে আগুনে ভস্মীভূত হল একটি বাড়ি,এঘটনায় বিপাকে পড়ে গিয়েছে ঐ পরিবারটি
উত্তর ধুমপাড়াতে আগুনে ভস্মীভূত হল একটি বাড়ি।এঘটনায় বিপাকে পড়ে গিয়েছে ঐ পরিবারটি।জানা গিয়েছে বাড়ির মালিক রাজ ছেত্রি তিনি ভীন রাজ্যে কাজে গিয়েছেন। বাড়িতে থাকেন তার ভাই বিরাজ ছেত্রি ও তার স্ত্রী কন্যা। এদিন মাধ্যমিক পরিক্ষার্থী বিরাজ ছেত্রি তিনি টিউশন পড়তে গিয়েছিলেন। তার স্ত্রী কল্পনা ছেত্রি পাশেই একটি চাবাগানে কাজ করতে গিয়েছিলেন। বাড়িতে একাই ছিল রাজের চার বছরের কন্যা।উঠোনের মধ্যে সে খেলাধুলা করছিল।সেই সময় কোনভাবে আগুন লেগে যায় তার বাড়িতে।