রানিবাঁধ: রাজ্যে শুরু হয়েছে SIR কর্মসূচি; খাতড়া ও রানিবাঁধ ব্লক এলাকার তৃণমূলের সহায়তা শিবির পরিদর্শনে রাজ্যের মন্ত্রী
নির্বাচন কমিশনের উদ্যোগে রাজ্যে শুরু হয়েছে কর্মসূচি, যার মাধ্যমে ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণ, সংশোধন ও তথ্য যাচাই চলছে। এই কার্যক্রমের অগ্রগতি খতিয়ে দেখতে রানীবাঁধ বিধানসভার অম্বিকানগর, রুদ্রা, পুড্ডি ও খাতড়া-ধানাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের সহায়তা শিবিরগুলি পরিদর্শনে যান খাদ্য প্রতিমন্ত্রী ও বিধায়ক জ্যোৎস্না মান্ডি। তিনি ভোটারদের ভোটাধিকার, তালিকা সংশোধন এবং Enumeration ফর্ম পূরণের বিষয়ে অবহিত করেন ও শিবিরে বসে ফর্ম পূরণেও সহায়তা করেন।