তেহট্ট ১: ছাতিনা সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রাঙ্গনে অনুষ্ঠিত হল, নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠিত
রবিবার সকাল ১০ টার সময় থেকে তেহট্ট ১নং ব্লক সমবায় সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে,ছাতিনা সমবায় কৃষি উন্নয়ন সমিতি প্রাঙ্গনে শুরু হল ৭২ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠান। নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠান সকাল ১০ টার সময় থেকে শুরু হযেছে চলবে বিকেল ৪টের সময় পযর্ন্ত।