মঙ্গলকোট: মঙ্গলকোটের কৈচরে ধান কেনার প্রক্রিয়া খতিয়ে দেখলেন এলাকার বিধায়ক অপূর্ব চৌধুরী
মঙ্গলকোটের কৈচর এলাকায় শনিবার আনুমানিক দুপুর তিনটে নাগাদ ধান কেনার প্রক্রিয়া খতিয়ে দেখলেন এলাকার বিধায়ক অপূর্ব চৌধুরী। সঙ্গে ছিলেন মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি সান্তনা গোস্বামী সহ অনান্যরা। জানা গিয়েছে, এলাকার আমন ধান ওঠা শুরু হতেই সরকারি উদ্যোগে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে। আর ধান কেনার নানাবিধ দিক এদিন তদারকি করেন বিধায়ক। তবে চাষিরা যাতে কোনভাবেই ক্ষতির সম্মুখীন না হন সেদিকে নজর রাখার পরামর্শ দেন বিধায়ক।