আলিপুরদুয়ার ২: বনকর্তাদের বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে মহাকাল গুড়িতে মমতা ব্যানার্জির প্রতিনিধি তদন্তে এসেছেন
মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অভিযোগ জানানোর পরেই সোমবার সন্ধ্যায় পরিদর্শনে আসেন এক প্রতিনিধিদল আলিপুরদুয়ার দু'নম্বর ব্লকের মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় এমনটাই জানা গেছে ওই এলাকার বাসিন্দাদের কাছ থেকে। সোমবার সন্ধ্যা ছটা নাগাদ পরিদর্শন শেষে প্রতিনিধিদল ফিরে যান। মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা গোপাল বিশ্বাস মহাকালগুড়ি এলাকার কৃষকদের স্বার্থে বনদপ্তরের বৈঠকে ফ্রান্সিং লাইন তৈরি করার দাবি তুলেছিলেন।