কোচবিহার ১: স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, পুটিমারিতে স্বাস্থ্য কেন্দ্রের কাজে সূচনা করলেন RKS সদস্য , উপস্থিত সভাধিপতি
কোচবিহার এক নং ব্লকের অন্তর্গত পুটিমারি ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েত এলাকার শালবাড়ীতে স্বাস্থ্য কেন্দ্রের কাজের সূচনা করলেন রোগীকল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক। এছাড়া উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন স্থানীয় জনপ্রতিনিধিরা। উল্লেখ্য এই শালবাড়ি এলাকায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল যাতে একটি স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়। তাদের দাবিকে মান্যতা দিয়ে জেলা পরিষদের উদ্যোগে এক কাজের সূচনা হলো।