কোচবিহার ১: ভূমিকম্পের প্রভাব কি কোচবিহার শহরেও? ভেঙে গেল একটি বহু তলের ক্যাপসুল লিফট
কোচবিহার শহরের ১৬ নাম্বার ওয়ার্ডের একটি বহুতলের হঠাৎ করেই ক্যাপসুল লিফট ভেঙ্গে যায়। উল্লেখ্য শুক্রবার সকালে ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু বাংলাদেশ হলেও রাজ্যের অন্যান্য জায়গার সাথে কোচবিহার শহরে হালকা ভূমিকম্প অনুভব করা গেছে। এ প্রসঙ্গেই ওই বহুতলের মালিক ডঃ বিনায়ক রায় জানান, হতে পারে ভূমিকম্পের কম্পন এর ফলেই তার ক্যাপসুল লিফটের কাজগুলো ভেঙে গেছে। তবে কোনো বড় দুর্ঘটনা ঘটেনি।