তুফানগঞ্জ ২: সেলসম্যান পরিচয়ে সোনার গহনা হাতিয়ে চম্পট দুই দুষ্কৃতির, দিনে দুপুরে এরকম ঘটনায় চাঞ্চল্য ছাট বালাকুঠি এলাকায়
ঘটনাটি সোমবার তুফানগঞ্জ দুই ব্লকের বক্সিরহাট থানা সংলগ্ন ছাট বালা কুঠি এলাকার ঘটনা। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে এলাকায়। জানা গেছে স্থানীয় বাসিন্দা নিরোধ বর্মনের স্ত্রী রঞ্জু রায়ের সোনার গহনা পরিষ্কারের কথা বলে গহনা হাতিয়ে উধাও হয় দুই দুষ্কৃতি। পিছনে ছুটেও তাদের ধরতে পারিনি বলেও জানা যায়। প্রায় দু'ভরি ওজনের গহনা মুহূর্তেই চুরি করে নিয়ে যায় দুই দুষ্কৃতী।