রঘুনাথপুর ১: বিনামূল্যে টোটোর রেজিস্ট্রেশন করার দাবিতে টোটো চালকদের প্রতিবাদ
মিছিল, বিক্ষোভ পুরুলিয়ার রঘুনাথপুরে
টোটোর জন্য ধার্য্য করা রেজিষ্ট্রেশন এর ফি মকুব করার দাবি জানিয়ে সোমবার দুপুরে রঘুনাথপুর শহরে প্রতিবাদ মিছিল করে রঘুনাথপুর মহকুমা শাসক এর দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাল পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার টোটো চালকেরা। এই দাবি ছাড়াও অন্যান্য দাবি নিয়ে মহকুমা শাসকের কাছে তারা ডেপুটেশন দিতে যান। কিন্তু স্মারকলিপি জমা নেওয়া হয় নি বলে অভিযোগ। অবিলম্বে তাদের দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় টোটো চালকেরা।