Bhangar 2, South Twenty Four Parganas | Sep 28, 2025
রবিবার রাত আটটা নাগাদ চা চক্র করলেন ISF এর সক্রিয় নেতা কারিমুল ইসলাম। জীবন দিতে হয় দিয়ে দেব লড়াই চালিয়ে যাব ছাব্বিশে বিধানসভায় দেখিয়ে দেব। কর্মীদের উদ্দেশ্যে শান্ত থাকার নির্দেশও দেন তিনি সময় আসলে হিসেব বুঝিয়ে দেওয়ার কথা বলেন।