Swarupnagar, North Twenty Four Parganas | Sep 11, 2025
গতকাল সন্ধ্যার পর অবৈধভাবে বাংলাদেশ সীমানা পেরিয়ে এদেশে আসার সময় এক মহিলা সহ দুজনকে আটক করে তারালি সীমান্তের কর্তব্যরত বিএসএফের জওয়ানরা |জিজ্ঞাসাবাদে পর তাদেরকে স্বরূপনগর থানার পুলিশ হাতে তুলে দেয় বিএসএফ |পুলিশ তাদেরকে গ্রেফতার করে- পুলিশ সূত্রে জানা যায় প্রদীপ সাহা সাথে তার স্ত্রী দীপা সাহা তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসছিল | তাদের বাড়ি বারাসাত আপন পল্লী এলাকায় |পরবর্তী আইনের পদক্ষেপ গ্রহণ করার জন্য তাদেরকে স্বরূপ নগরথানার পুলিশ বসিরহাট মহকুম