আজ আঠারোবোলা বাজারে ঐতিহাসিক যোগদান সভা অনুষ্ঠিত হলো আজকের এই সভায় উৎসবমুখর পরিবেশের মধ্যে মোট ১৫টি পরিবার এবং ৪৬ জন সম্মানিত ভোটার ভারতীয় জনতা পার্টির পতাকা তলে যোগদান করে উন্নয়নের অগ্রযাত্রায় নিজেদের যুক্ত করলেন। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – ৩০-বাগমা মন্ডলের মাননীয় বিধায়ক রাম পদ জমাতিয়া গোমতী জেলার জেলা সভাপতি (সভানেত্রী) সবিতা নাগ