পাটিকাবাড়ী ফুটবল ক্লাবের পরিচালনায় ৪৬ তম সর্বজনীন শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পুজা উপলক্ষে মেলা শুরু হয়। বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রার পর শুভ উদ্বোধনকরেন মহুয়া মৈত্র (সাংসদ কৃষ্ণনগর)। এরপরে অনুষ্ঠান প্রদর্শন হয় । স্থানীয় শিল্পী ও বহিরাগত নৃত্যশিল্পী সমন্বয়ে বিশেষ নৃত্যানুষ্ঠান হয়। বিশেষ নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণে- নুপুর ডান্স একাডেমী (কৃষ্ণনগর)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত - প্রদীপ্তা নন্দ মহারাজ।