Bhangar 1, South Twenty Four Parganas | Sep 27, 2025
গ্রাম বাংলার পূজো দেখতে আজ অর্থাৎ শনিবার বিকাল চারটে নাগাদ মহা পঞ্চমীতে ভাঙ্গড়ের কালিকাপুর মায়ের আশ্রমে ৭৩ তম দুর্গাপূজা মণ্ডপ এর উদ্বোধনে উপস্থিতিত হলেন কলকাতা পুলিশের C.P মনোজ কুমার বর্মা, এবং ভাঙ্গরের কলকাতা পুলিশের অন্যান্য প্রশাসনিক আধিকারিক গণ।