ঝালদা ২: আজ চতুর্থ দিনের রাতে মানুষের ভিড় উপচে পড়লো ঝালদা ২ নং ব্লকের বেগুনকোদরের রাস মেলাতে
আজ চতুর্থ দিনের রাতে বিভিন্ন বয়সের নানা সম্প্রদায়ের মানুষের ভিড় উপচে পড়লো, ঝালদা ২ নম্বর ব্লকের বেগুনকোদর রাস মেলাতে । সন্ধ্যা থেকে একটু একটু করে মানুষের সমাগম হতে থাকলেও রাত যত বাড়তে থাকে ততই বাড়তে থাকে উৎসবপ্রেমি জনসাধারণের ভিড়।