ময়ূরেশ্বর ২: ২৪ ঘন্টার মধ্যেই মুর্শিদাবাদ থেকে নাবালিকা উদ্ধার করল ময়ূরেশ্বর থানা পুলিশ
গতকাল থেকেই নিখোঁজ ছিল ময়ূরেশ্বর থানার প্রজাপাড়া গ্রামের এক নাবালিকা, ঘটনায় গতকালই ময়ূরেশ্বর থানায় নিখোঁজের লিখিত এক অভিযোগ পত্র দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। তবে ২৪ ঘন্টা পার হতে না হতেই ওই নাবালিকাকে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত নপাড়া থেকে উদ্ধার করে ময়ূরেশ্বর থানার পুলিশ। আর আজ বৈকালে ওই নাবালিকাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হলো ময়ূরেশ্বর থানা পুলিশের পক্ষ থেকে, আর পুলিশের এই হ্যানো কাজে খুশি পরিবারের লোকজন।