বারাসত ২: কীর্তিপুর এলাকার নিখোঁজ বৃদ্ধার খোঁজে বিভিন্ন রেল ষ্টেশনে পোস্টার পরিবারের
নিখোঁজ বৃদ্ধার খোঁজ পেতে বিভিন্ন রেল ষ্টেশনে পোস্টার পরিবারের। নিখোঁজ বৃদ্ধার নাম বাসন্তী ঘোষ,বয়স ৬৫ বছর। বাড়ি বারাসত ২ ব্লকের কির্তিপুর এলাকায়। শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ নিখোঁজ বৃদ্ধার নাতি জানান,তার ঠাকুর্মা বাসন্তী ঘোষ গত এক সপ্তাহ আগে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়, বিভিন্ন যায়গায় খুঁজে না পেয়ে শাসন থানায় নিখোঁজের লিখিত অভিযোগ জানানো হয় এবং বারাসত -হাসনাবাদ রেখ শাখার বিভিন্ন ষ্টেশনে পোস্টার সাঁটা হয়।