জমি কিনতে গেলে তোলাবাজদের মোটা অঙ্কের টাকা দিতে হবে এমনই অভিযোগ তুলেছেন রায়গঞ্জের বীরনগর এলাকার বাসিন্দা কৌশিক তরফদার। টাকা দিতে অস্বীকার করায় তাকে খোলা রাস্তায় হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। ঘটনায় আতঙ্কিত হয়ে বুধবার সন্ধ্যায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ দেবীনগর এলাকায় একটি জমি কেনার জন্য গত কয়েকদিন ধরে তিনি দেখাশোনা করছিলেন। তারপর থেকেই তাকে হুমকির মুখে পড়তে হচ্ছে।