হাউস ফর অল প্রকল্পে অন্তর্ভুক্ত হল ফালাকাটা পুরসভা। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এখবর জানান পুরসভার চেয়ারম্যান অভিজিৎ রায়। তিনি জানান, ফালাকাটার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল সরকারি ঘরের। তিনি বলেন, সাধারণ মানুষের দাবি পূরণ করতে সরকারের বিভিন্ন দপ্তরের দ্বারস্থ হয়েছিলাম আমরা। সম্প্রতি ওই সুখবর পেয়েছি আমরা। ২০২৬ সালেই ফালাকাটাবাসীকে ঘর দিতে পারব। কবে থেকে ঘরের জন্য আবেদন করতে হবে তা ফালাকাটাবাসীকে সাংবাদিক বৈঠক করে আমরা জানিয়ে দেব। আবেদন করতে গেলে কি ক