স্বর্গীয় রঞ্জিত মাঝি মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট, সিরকাবাদ প্রিমিয়ার লিগ (সিজন–২) শুক্রবার থেকে শুরু হল। সিরকাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে.।উদ্যোক্তাদের পক্ষ থেকে বিশ্বরূপ মাঝি বলেন, এ বছর সিরকাবাদ প্রিমিয়ার লিগ সিজন–২, ১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চলবে। এই টুর্নামেন্টে আড়শা ব্লকের মোট ১০টি দল অংশ নেবে। খেলাগুলি সম্পূর্ণ আইপিএলের ধাঁচে আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো প্রমুখ।