SIR এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিভিন্ন জায়গাতেই অসন্তোষ দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে, কোথাও বৈধ প্রচারের নাম বাতিল গেছে কোথাও আবার অন্যত্র স্থানান্তর হয়ে গেছে। এই নিয়ে রাজনৈতিক দলগুলি সাধারণ ভোটারদের সহযোগিতায় এস আই আর সহায়তা কেন্দ্র করছে। কল্যাণী বিধানসভার বিজেপির কল্যাণী এক নম্বর মন্ডলের অন্তর্গত মদনপুর জঙ্গল গ্রামে বিডিও অফিসের সামনে বিজেপির পক্ষ থেকে এসআইআর সহায়তা কেন্দ্র করা হলো, উপস্থিত বিধায়ক অম্বিকা রায়।