জেলার প্রতিটি থানায় এদিন জেলা পুলিশের উদ্যোগে অঙ্কণ প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। মূলতঃ তিনটি বিষয়ের উপর এই অঙ্কণ প্রতিযোগিতা হচ্ছে নেশা মুক্ত সমাজ, সেফ ড্রাইভ সেভ লাইফ, ডুয়ার্স রান এই তিনটে বিষয়ের উপর এই প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। শনিবার কালচিনি থানা পরিসরে লক্ষ্য করা গেল অঙ্কণ প্রতিযোগিতা হচ্ছে। এদিন দুপুর দুটা নাগদ কালচিনি থানার ওসি অমিত শর্মা জানান জেলা পুলিশ সুপারের নির্দেশে এই অঙ্কণ প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে।