ফালাকাটার দলগাঁওবস্তিতে ৫ নভেম্বর সকালবেলা হাতির আক্রমণে আহত হয় এক কিশোর। আহতের নাম অমিত খাড়িয়া। এরপর থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে তার চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার তার মৃত্যু হয়। জানা গিয়েছে বীরপাড়া থানার বিরু লাইনের বাসিন্দা ওই কিশোর দলগাঁওবস্তিতে মামার বাড়িতে থাকে। ৫ নভেম্বর সকাল সাড়ে ছয়টা নাগাদ গরু চরাতে মাঠে যাচ্ছিল সে। এদিকে রাত থেকে এলাকায় দুটি হাতি ঘোরাঘুরি করছিল। এগুলির মধ্যে একটি হাতি ওই কিশোরকে আক্রমণ করে। মাদারিহাটের রেঞ্জার শ