নারায়ণগড়: জাগো নারী জাগো বহ্নি শিখার সংগঠনের উদ্যোগে নারীর অঙ্গীকার যাত্রা কর্মসূচি সমর্থনে মিছিল আয়োজিত হলো বেলদা তে
জাগো নারী জাগো বহ্নিশিখার আহ্বানে নারীর মর্যাদা রক্ষার দাবীতে আগামী 9ই ডিসেম্বর থেকে 16 ই ডিসেম্বর পর্যন্ত সারা রাজ্য জুড়েই অনুষ্ঠিত হবে মহিলাদের অঙ্গীকার যাত্রা। সেই অঙ্গীকার যাত্রা সফল করার আহ্বান জানিয়ে জাগো নারী জাগো বহ্নিশিখার আহ্বানে রবিবার নারায়ণগড ব্লকের বেলদা তে প্রচার মিছিল আয়োজিত হলো। মিছিলের পূর্বে কাজী নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।