হবিবপুর: মঙ্গলপুরার জামালপুরে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, শোকের ছায়া এলাকায়, ময়না তদন্তের জন্য মর্গে নিয়ে যান পুলিশ
মঙ্গলপুরা অঞ্চলের জামালপুর বিনপাড়া এলাকায় বাড়ির পাশের একটি মাচা থেকে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। হঠাৎ এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।পরিবারের দাবি, মৃত বিজয় চৌধুরী (৬৫) দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সেই কারণেই মানসিক অবসাদ থেকে তিনি আত্মঘাতী হয়ে থাকতে পারেন বলে তাঁদের অনুমান। অপ্রত্যাশিত এই মৃত্যুর খবরে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে নেমে আসে গভীর শোকের ছায়া।শুক্রবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়