বর্ধমান ১: পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির নামে প্রতারণাচক্র,অভিযোগের ভিত্তিতে বর্ধমানে গ্রেফতার ১০
রীতিমতো মাঠে তাবু খাটিয়ে টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রির ছক করেছিল প্রতারকরা। গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশ বর্ধমান স্টেশন থেকে তিনজনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করে বুদবুদ থানার কলমডাঙ্গা এলাকায় অভিযান চালায় জেলা পুলিশ ও এডিপিসি। অভিযান চালিয়ে আরোও সাত জনকে গ্রেপ্তার করে পুলিশ।ঘটনায় এখনও পর্যন্ত্য ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।