সাত সকালে দুধ বোঝাই পিক্যাপ ভ্যান উল্টে বিপত্তি ঘটল মালদার হবিবপুর থানার আইহো ঘোষপাড়া সংলগ্ন রাজ্য সড়কে। জানা গেছে, এদিন সকাল সাড়ে পাঁচটা নাগাদ দু বোঝাই একটি পিক্যাপ ভ্যান বুলবুলচন্ডীতে দুধ ডেলিভারি দিয়ে মালদার উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু যাওয়ার সময় আইহো ঘোষপাড়া ব্রীজের উপর হঠাৎ করেই এক পথচারী পিক্যাপ 'ভ্যানের সামনে চলে আসে। ওই পথচারীকে বাঁচাতে গিয়ে দুধ বোঝাই পিক্যাপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের উপর উল্টে যায়।