পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের বেনাডিহা এলাকায় ঢুকে পড়া কুড়িটি হাতির একটি দলকে হুলা পার্টির সাহায্যে তাড়িয়ে দেওয়ায় বিক্ষিপ্তভাবে দুটি হাতি সাঁকরাইলে ঢুকে হামলা চালালো এক বৃদ্ধার উপর মর্মান্তিক মৃত্যু হল ওই বৃদ্ধার।
কেশিয়ারি: কেশিয়াড়িতে হুলা পার্টির সাহায্যে তাড়িয়ে দেওয়া হাতির হামলায় মৃত্যু হল এক বৃদ্ধার - Keshiary News