ডুয়ার্সের চা বলয়ে শক্তি বাড়ল বিজেপির। রবিবার ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানে ৩০টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল।যোগদান কারীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। এদিন তাসাটি চা বাগানের খুদি লাইনে বিজেপির তরফ থেকে একটি যোগদান কর্মসূচি করা হয়। আর সেই কর্মসূচিতেই ৩০ টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। এদিনের ওই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিজেপি নেতা জয় সূত্রধর, বিজেপির ফালাকাটা এক নম্ব