বীরপাড়া থানার রহিমপুর চা বাগানটিকে রেতি নামের একট ঝোরা দু'ভাগে ভাগ করে রেখেছে। কারখানার সামনে দিয়ে প্রবাহিত ওই ঝোরার ওপর সেতু নেই। বেশিরভাগ সময় জল না থাকলেও ওই ঝোরায় বর্ষাকালে প্রবল বেগে জলস্রোত বয়ে যায়। তখন ধরার একবারের বাসিন্দাদের অন্য পারে এথেলবাড়ি হয়ে সাত-আট কিলোমিটার ঘুরপথে যেতে হয়। গত বছরের উপনির্বাচনের মুখে ঝোরার ওপর সেতু তৈরীর প্রতিশ্রুতি দিয়েছিলেন মাদারিহাটের তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। মঙ্গলবার অনগ্রসর কল্যাণ দপ্তরের ৩৮ লক্ষ টাকায