আলিপুরদুয়ার ১: তপসিখাতায় বিজেপির পাল্টা যোগদান কর্মসূচি তৃণমূলের, বিজেপি থেকে তৃণমূলে যোগদান ৩০ পরিবারের
কয়েকদিন আগেই আলিপুরদুয়ার -১ ব্লকের তপসিখাতায় একটি যোগদান কর্মসূচি আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে।সেখানে তৃণমূল থেকে বেশ কয়েকজন বিজেপিতে যোগদান করে।আর সেই কর্মসূচি পাল্টা রবিবার তপসিখাতা ঘাটপারে আরেক যোগদান কর্মসূচি আয়োজন করা হলো তৃণমূলের পক্ষ থেকে ।এদিন দুপুর দুটো নাগাদ ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার -১ ব্লক তৃণমূল সভাপতি তুষার কান্তি রায়।