মানবাজার ১: নবনিযুক্ত মানবাজার SDPO কে সংবর্ধনা জানানো হলো মানবাজার মহকুমা প্রেস ক্লাবের পক্ষ থেকে
মানবাজার এসডিপিও হিসাবে যোগদান করলেন শ্বাশ্বতী শ্বেতা সামন্ত।বুধবার তিনি মানবাজার অফিসে আসেন। তাঁকে মানবাজার মহকুমা প্রেস ক্লাবের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়।তুলে দেওয়া হয় পুস্প স্তবক ও উত্তোরীয়।ছিলেন মানবাজার মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক সমীর দও সহ ক্লাবের সদস্যরা।